গাংনীতে তুচ্ছ ঘটনায় গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত

ছোট শিশুদের মারামারিতে নিশেধ করাই কুলছুম খাতুন (৩০) নামের এক গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করেছে আরিফ নামের এক প্রতিবেশী।
আহত কুলছুম খাতুন গাংনী উপজেলার নওপাড়া গ্রামের হঠাৎপাড়া এলাকার আহসান আলীর স্ত্রী।
হামলাকারী আরিফ একই পাড়ার ওমর আলীর ছেলে।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাকে এ হামলা করে আরিফ।
প্রত্যক্ষদর্শিরা জানান, পাড়ার দুটি শিশু মারামারি করছিল। এসময় কুলছুম খাতুন তাদের নিবৃত করে দেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে একটি শিশুর পিতা আরিফ মারামারি ঠেকানোর অপরাধে কুলছুমকে ধারাল হাসুয়া দিয়ে মাথার উপর কোপ মারেন। কুলছুম খাতুন মাটিতে লুটিয়ে পড়লে আরিফ পালিয়ে যায়।
পরিবারের লোকজন কুলছুম খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগের চিকিৎসক বলেন তার মাথার হাড়ের অধিকাংশই কেটে গেছে। এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়াতে রেফার্ড করা হয়েছে।