গাংনীতে নারী পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো খ্রীষ্টান বৃদ্ধের

নারী পুলিশের বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন সাতু মন্ডল (৮০) নামের এক বৃদ্ধ। ঘটনা শোনার পরেও গাংনী থানা পুলিশ তিন ঘন্টা পার হলেো ঘটনাস্থলে পৌঁছায়নি।
নিহত সাতু মন্ডলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মিশনপাড়া এলাকায়।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে পোড়াপাড়া আমঝুপি রাস্তার জুগিন্দা গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক নারী পুলিশ শিমা খাতুনকে মটরসাইকেলসহ আটক করেছে।
শিমা খাতুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হজরত আলীর মেয়ে। সে বাংলাদেশ পুলিশে কর্মরত। বর্তমানে তার কর্মস্থল ঢাকার একটি থানাতে।
স্থানীয় ধানখোলা ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, নিহত সাতু মন্ডল রাস্তার উপর দাড়িয়ে ছিলেন। এসময় শিমা খাতুন নামের ওই নারী পুলিশ সদস্য মোটরসাইকেলে বেপরোয়া গতিতে গিয়ে সরাসরি ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই নিহত হন সাতু মন্ডল। এসময় আহতাবস্থায় ওই নারী পুলিশ সদস্যকে উদ্ধার করেছে।
ওই নারী পুলিশ তার নানা বাড়ি জুগিন্দা গ্রামের তাহাজ্জদ আলী ওরফে তাজুর বাড়ি থেকে দ্রূতগতিতে আমঝুপি ফিরছিলেন। স্থানীয়রা জানান, ওই নারী পুলিশ মাদকাসক্ত হিসেবে এলাকাতে পরিচিত।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,সড়ক দুর্ঘটনার ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নাই। তিনি আরো বলেন, এখন পর্যন্ত হ্মতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ কিছু জানায়নি। এব্যাপারে আমি কিছু বলতেও পারবোনা।