গাংনীতে পরিবহন সংকটে যাত্রী ও শিক্ষার্থীদের দুর্ভোগ

মেহেরপুর কুষ্টিয়া সড়কে পরিবহন সংকটের কারণে যাত্রী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে।
কুষ্টিয়া বাস মালিক সমিতির অনিয়মের কারণে পরিবহন সংকটে পড়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে এর আগে ১০মিনিট পর পর বাস চলাচল করতো।

বর্তমানে কুষ্টিয়া মালিক সমিতি ২০মিনিট পর পর সড়কে গাড়ী দেওয়ায় সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় জমার ফলে সরকারী কর্মচারী ও শিক্ষার্থীরা দুভোগে পাড়ছে। সঠিক সময়ে স্কুলের ছাত্র ছাত্রীরা ক্লাসে উপস্থিত হতে পারছে না।

এ ব্যাপারে মেহেরপুর বাস মালিক সমিতির সাথে পরিবহন সংকটের বিষয়টি জানতে চাইলে তারা বলেন, আমারা আগের মত ১০ মিনিট পর পর গাড়ী দিয়েছি আমাদের কারণে এই দুভোর্গ হচ্ছেনা। কুষ্টিয়া মালিক সমিতি তাদের গাড়ী কম দেওয়ার করণে ২০মিনিট পর পর গাড়ী আসায় শিক্ষার্থী ও যাত্রীদের দর্ভোগে পড়ছে।

তারা আরও বলেন, আমরা কুষ্টিয়া বাস মালিক সমিতিকে বিষয়টি জানানোর পরেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি।

এ অনিয়মের বিষযটি দ্রæত সমাধানের জন্য প্রসাশনের দৃষ্টি কমনা করেন শিক্ষার্থীরা।

গাংনী প্রতিনিধি