গাংনীতে পৃথক অভিযানে চার মাদক সেবি আটক

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে ২শ’গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৃথম অভিযানে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। উপজেলার সহগলপুর পাকা রাস্তায় মাদক দ্রব্য বিক্রী হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে আবুল বাসার নামের একজনকে আটক করে। পরে তার কাছ থেকে ১শ’গ্রাম উদ্ধার করা হয়। আটককৃত আবুল বাসার মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

অপরদিকে উপজেলার ঝোড়াঘাট ও কল্যাণপুর গ্রামের মাঝামাঝি ইটভাটার পাশে অভিযান চালিয়ে ১শ’গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। গাংনী থানা পুলিশের এস আই বরকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- হাড়াভাঙ্গা গ্রামের আজমত আলীর ছেলে খোকন (২৫), পীরতলা গ্রামের আঃ আজিজের ছেলে আমিরুল ইসলাম (২৩) ও ঝোড়াঘাট গ্রামের ইনতাজুল ইসলামের ছেলে আবু সাঈদ (২০)।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, মঙ্গলবার রাতে পৃথক অভিযানে ৪জনকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ২শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।