গাংনীতে প্রবাসীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদী প্রবাসী আলামিন হোসেনের বাড়িতে আগুন লেগে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
সোমবার ভোররাতের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন করছেন ওই প্রবাসীর স্ত্রী সোনীয় পারভীন।
সোনীয়া পারভীন জানান, আমার ঘরে আজও বিদ্যুতের লাইন সংযোগ আসেনি। রাতে আগুনের কোনো কাজও করা হয়নি। রাত আনুমানিক পৌনে চারটার দিকে হঠাৎ পাশের রুমে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা একে একে ঘরের তিনটি রুম ছাঁই করে দেই। আমাদের হৈ চৈ শুনে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসেন। আগুন নেভানোর পাশাপাশি বামন্দী ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। ফাঁয়ার সার্ভিসের লোকজন পৌছানোর আগেই বাড়িতে থাকা ফ্রীজ, টেলিভিশন, ঘরের টিন, খাট, লেপ তোশক থেকে শুরু করে সব কিছু পুড়ে যায়।
সোনী পারভীন আরও জানান, প্রতিবেশীর পূর্ব শত্রুতার জের ধরে আমাকে এর আগে মারধর করেছে। সে সব সময় আমাকে নানাভাবে হুমকী ধামকী দিয়ে আসছিলো।
প্রতিবেশী ধিয়ান হোসেন জানান, আগুনের শিখা এতটাই তীব্র ছিলো যে, গ্রামের প্রচুর লোক এক সাথে কাজ করেও আগুন নেভানো সম্ভব হয়নি।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, আগ্নিকাণ্ডের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। আগুন ধরিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটে থাকলে বাড়ির পক্ষ থেকে অভিযোগ দিলে ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।