গাংনীতে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
সায়েন্স স্কোয়াড গাংনীর আয়োজনে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে এ অলিম্পিয়াড।
অনুষ্ঠানে বিশিষ্ট নারী নেত্রী ও বি আর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে এবং দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী।
বিশেষ অতিথি ছিলেন গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম , সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, গাংনী টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, গংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, ধানখোলা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান শিলন, বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য বশির আহমেদ, বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক বাদশা মিয়া
সকালে শিক্ষার্থীদের স্পট রেজিষ্টেশন, রিপোর্টিং, উদ্বোধনী পর্ব ও বক্তব্য, ফিজিক্স অলিম্পিয়াডের পরীক্ষা, স্পট কুইজ ও রুবিক্স প্রতিযোগিতা এবং চুড়ান্ত বিজয়ী শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।
অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সায়েন্স স্কোয়াডের অন্যতম সদস্য ফেরদৌস আল আমিন । অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শাহরিয়ার ইমন রেজা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য আফ্রিদি আহমেদ। অনুষ্ঠানে প্রায় ৪৫০ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন ও পরীক্ষায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্যাটাগরি এ তে ৬ষ্ঠ থেকে ৮ম ক্যাটাগরি বি ৯ম থেকে ১০ম এবং ক্যাটাগরি সি একাদশ থেকে দ্বাদশ এ পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া স্পট কুইজ সহ একাধিক ইভেন্টে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আহমেদ আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,বিজ্ঞান ভীতি দুর করতে এবং ফিজিক্সের বিভিন্ন সমস্যা সমাধানে ফিজিক্স অলিম্পিয়াড শিক্ষার্থীদের উপকার হবে জানান। তিনি গাংনী তথা মেহেরপুর কে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।