গাংনীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

যথাযােগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সকাল সাড়ে ৮ টার সময় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন। পরে সকাল ৯ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোন সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠন পুস্পার্ঘ অর্পন করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম,উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন,গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল-এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,শিক্ষক নেতা পারভেজ সাজ্জাদ রাজা,গাংনী পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মােনাজাত করা হয়।

মােনাজাত পরিচালনা করেন গাংনী উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ইলিয়াস হােসেন। এদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠন দিবসটি যথাযােগ্য মর্যাদায় পালন করে। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।