গাংনীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

গাংনীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

মেহেরপুরের গাংনীতে ‘বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তি ও ছাগল পালন প্রকল্প’ এর আওতায় বিনামূল্যে ছাগল(ছাগী) বিতরণ করেছে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি।

মঙ্গলবার বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ছাগল বিতরণ প্রকল্পের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সহকারি কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম ও ভেটেরিনারি সার্জন ডাক্তার আরিফুল ইসলাম। সংস্থার পরিচালক কামরুজ্জামানের সঞ্চালিত অনুষ্ঠানে সংস্থার নানা কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মুহাঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রমজান আলী। এসময় পারিবারিক বিরোধ নিষ্পত্তি হওয়া অলিনগর গ্রামের কনিকা খাতুন ও চৌগাছা গ্রামর মমতা খাতুন মাত্র ১০০ টাকায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি’র কাছে বিচার চেয়ে সংসার ফিরে পাওয়ার গল্প শোনান।

আলোচনা শেষে ১৫জন উপকারভোগীদের মাঝে ছাগল (ছাগী)বিতরণ করা হয়। সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ছাগল পালন ও বিনামূল্যে ছাগল বিতরণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে সকলের কাছে আহবান রাখেন বক্তারা।