গাংনীতে বিধবা নারীকে যৌন নির্যাতনের চেষ্টা মামলায় আটক ১

মেহেরপুরের গাংনীতে বিধবা এক নারীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে ইন্তাজ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাতে ঐ বিধবা নারী বাদী হয়ে তার নামে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলায় ইন্তাজ আলীকে আটক করেছে পুলিশ। ইন্তাজ আলী মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া ফকির পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার মধ্যে রাতে হোগলবাড়িয়া ফকির পাড়ার জনৈক্য এক বিধবা মহিলার ঘরে প্রবেশ করে তাকে যৌন নির্যতনের চেষ্টা করে ইন্তাজ আলী। এ ঘটনায় ঐ মহিলা বাদী হয়ে তার নামে মামলা দায়ের করেছে। মামলা নং ১১ তাং ২০.০৯.২০২০ ইং।

মামলার আসামী ইন্তাজ আলীকে আটক করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।