গাংনীতে বিশ্ব পানি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

‘ ভূ-গর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ প্রতিপাদ্য নিয়ে গাংনীতে বিশ্ব পানি দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পানি দিবসের তাৎপর্য তুলে ধরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম,

উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের গাংনী উপজেলার কর্মরত সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন। বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, সাসটেইনেবল ডেভেলোপমেন্ট গোল অর্জন করতে পানির অপচয় রোধ করতে হবে। এছাড়া পানি সম্পদ আইনের যথাযথ ব্যাবস্থা নিতে হবে।