
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে সুফিয়া বেগম (৬৫) নামের নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বৃদ্ধার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধা ওই গ্রামের মৃত রহমত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, সুুফিয়া বেগম একা একা বসবাস করতেন। তার সংসারে আপন কেউ না থাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন তিনি। তার বাড়িতে প্রতিবেশিদের কারো যাওয়া আসা ছিলনা। সকাল থেকে হঠাৎ দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বৃদ্ধার মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা বৃদ্ধার বাড়িতে এসেছি। ওই বৃদ্ধার বয়স ৬৫ বছর। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়। তবে বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারনা কার হচ্ছে। তার সংসারে আপন কেউ না থাকায় মরদেহ কি প্রক্রিয়ায় দাফন করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।


