গাংনীতে ভাবি হত্যায় ঘাতক গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ভাবিকে হত্যার মাত্র ১৩ ঘন্টার মাথায় ঘাতক আকরামকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনী উপজেলার মোমিনপুর গ্রামের ঘাট থেকে অভিযান চালিয়ে ঘাতক আকরামকে গ্রেফতার করে পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান ও মামলার তদন্ত অফিসার সাজেদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টীম গোপন সংবাদে খবর পেয়ে মোমিনপুর ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মামলাটির তদন্তকারী অফিসার হিসেবে রয়েছেন গাংনী থানার তদন্ত অফিসার সাজেদুল ইসলাম।
পরে তার স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করেন পুলিশ।
আজ শুক্রবার বিকালে তাকে আদালতে নিয়ে সিনিয়র জুডিশিয়াল (প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট) আমলী আদালত মেহেরপুর-২ নিলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবান বন্দী দেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মালা খাতুনের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং ১৫/২৭০, তারিখ ৫/১১/২০২০ ইং।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে আকরাম হোসেন তার ছেলে নাজিম হোসেন (৩) কে মারধর করছিলেন। এসময় আকরামের মার ঠেকাতে গেলে মালা খাতুনকে আছাড়ি বিহীন ফালা দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।