গাংনীতে মাদক বিক্রেতাকে ধাওয়া করে দুর্ঘটনার স্বীকার দুই পুলিশ

গাংনীতে মাদক বিক্রেতাকে ধাওয়া করে দুর্ঘটনার স্বীকার দুই পুলিশ

মেহেরপুরের গাংনী উপজেলার মোমিনপুর গ্রামে মাদক বিক্রেতার মোটরাসাইকেলের সাথে পুলিশের মোটরাসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের দুই সদস্য মারাত্বক আহত হয়েছেন।

এরা হলেন, গাংনী থানায় কর্মরত কনস্টেবল  তৈয়ব আলী ও কনস্টেবল তানভীর আহমেদ।
আজ বুধবার (৩১ মে) বিকালের দিকে এই ঘটনা ঘটে।

তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তানভীর আহমেদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৪৭ বোতল ফেনসিডিল একটি মোটরাসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, গাংনী উপজেলার মোমিনপুর এলাকা দিয়ে ফেনসিডিলের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই রাসেল আহম্মেদ ও তার অপর তিন সঙ্গী নিয়ে সেখানে যান। একটি মোটরাসাইকেলে দুজনকে আসতে দেখে কনেস্টাবল তানভীর ও তৈয়ব আলী থামানোর চেষ্টা করে। এসময় মাদক ব্যবসায়ীরা পালনোর চেষ্টা করে। এসময় পুলিশের গাড়িও তাদের তাড়া করে। এক পর্যায়ে পুলিশের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলে দুটো মোটরাসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এসময় মাদক বিক্রেতারাও আহতাবস্থায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৪৭ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি আব্দুর রাজ্জাক আরও বলেন, মাদক বিক্রেতাদের ধরতে এলাকায় অভিযান শুরু করা হয়েছে।