গাংনীতে মাদক ব্যাবসায়ীর জেল জরিমানা

মেহেরপুরের গাংনীর পুর্বমালসাদাহ গ্রামে এক মাদক ব্যাবসায়ীকে ১৫ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্যাম্যমাণ আদালত।
আজ (২৯ জুলাই ) বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি), গাংনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম মাদক ব্যাবসায়ী নুর ইসলাম নামের মাদক ব্যাবসায়ীকে উভয় দন্ড দিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি), গাংনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, মেহেরপুর এর সহায়তায় গাংনী উপজেলার পুর্ব মালসাদহ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩০ গ্রাম গাঁজাসহ পুর্বমালসাদাহ গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে নুর ইসলাম কে আটক করা হয়। পরবর্তিতে আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে ঘটনাস্থলেই ধ্বংশ করা হয়।সেখানে উপস্থিত ছিলেন মদন মোহন সাহা, উপপরিদর্শক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, পেশকার মোঃ জালাল উদ্দিন ও স্থানীয় ব্যাক্তিবর্গ।

এরপূর্বে করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় বামুন্দি বাজার এলাকায় ৪ জন ব্যাক্তিকে ২৫০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।