গাংনীতে মানবপাঁচার মামলার আসামি গ্রেফতার

গাংনীতে মানবপাঁচার মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরের র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী কমান্ডারের অভিযানে মানবপাঁচার মামলার এজাহারনামীয় পালাতক আসামি মোঃ আমিরুল ইসলাম (৪২) গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি সাকিনস্থ চারচারা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আমিরুল ইসলাম (৪২) গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত রঞ্জিত মন্ডলের ছেলে।

মেহেরপুর র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান নেতৃতে একটি চৌকষ আভিযানিক দল গাংনী উপজেলার সাহারবাটি সাকিনস্থ চারচারা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আসামি মোঃ আমিরুল ইসলাম এলাকার বিভিন্ন পর্যায়ের ১৪০-১৫০ জন ছেলের অবিভাবকদের নিকট থেকে ৪,৮০,০০০/- টাকা হতে ৫,০০,০০০/- টাকা নিয়ে ভাল কাজ দিবে বলে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দেয়। মালয়েশিয়ায় পাঠানোর পরে তাদের কাজ না দিয়ে উল্টো তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করত। এসময় তাদের পরিবারের লোকজন গাংনী থানার মামলা নং-৩২, তারিখ-২৮/০২/২৪ ইং, ধারা-মানবপাঁচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯ মানবপাঁচার মামলা করে। ঐই মামলায় গ্রেফতারকৃত আসামি মোঃ আমিরুল ইসলামকে ০৪নং আসামী করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।