প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসী যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কমিউনিটি ক্লিনিকের সাথে ধাক্কায় সুজন নামের এক মালয়েশিয়া প্রবাসী ফেরত যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার রাত আটটার সময় উপজেলার আড়পাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজন খড়মপুর গ্রামের ইমাদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন।
আড়পাড়া গ্রামের ঘটনাস্থলের বাসিন্দারা জানান, রাত আটটার সময় একটি বিকট শব্দ শুনতে পেয়ে রাস্তায় বের হন কয়েকজন। এসময় দেখেন কমিউনিটি ক্লিনিকের গেটের সাথে মোটরসাইকেলে ধাকা লেগে এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার পরিচয় নিশ্চিত হয়ে জানা গেছে, খড়মপুরের ইমাদুলের ছেলে সুজন মালয়েশিয়া প্রবাসী। দুই মাস আগে তিন মাসের ছুটিতে তিনি বাড়ি এসেছেন।
© ২০২৫ মেহেরপুর প্রতিদিন। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।