গাংনীতে মোটরাসাইকেলের ধাক্কায় বাইসাইকেল থেকে পড়ে শিশু আহত

 গাংনী উপজেলার জুগিরগোফা সড়কের বানিয়াপুকুর কলেজের সামনের রাস্তায় মোটরাসাইকেলের ধাক্কায় সাইকেল থেকে রাস্তার উপর পড়ে রাসেল আহম্মেদ (১০) নামের এক শিশু মারাত্বক আহত হয়েছে।
অঅহত রাসেল আহম্মেদ গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের সরোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় কাষ্টদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।
আজ শুক্রবার (১৩ মে) সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

আহত রাসেল জানান, আমি নানা বাড়িতে বেড়াতে এসে সাইকেল নিয়ে রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছিলাম। রাস্তার উপরে উঠতেই বানিয়াপুকুর গ্রামের যুবক আরিফ হোসেন দ্রুতগামী মোটরসাইকেল নিয়ে এসে ধাক্কা মারে। এসময় শিশু রাসেল তার বাইসাইকেল থেকে পড়ে যায়। মোটরসাইকেলের ধাক্কায় শিশু রাসেলের ডান হাতের মাসলের মাংস খুলে পড়ে যায়। রাসেল আহম্মেদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্মরত চিকিৎসক।

গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সোহাগ আহম্মেদ জানান শিশুটির ডান হাতের মাসলের মাংস খসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।