গাংনীতে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং

গাংনীতে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং

রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সরবরাহ স্বাভাবিক ও দর নিয়ন্ত্রণে রাখতে গাংনীতে বাজার মনিটরিং করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে গাংনী শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই মনিটরিং করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বাজার মনিটরিং করেন।

এ সময় শুকনো খাদ্য দ্রব্য, মাছ, মাংস ও সবজির বাজারের মজুদ পরিস্থিতি ও দর পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার। রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক এবং কৃত্রিম সংকট না করার জন্য ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

মনিটরিং দলে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদিম হোসেন শামীম ও গাংনী থানার এস আই শাহীনসহ পুলিশের একটি দল।