গাংনীতে র‌্যাবের অভিযানে তিনটি ককটেলসহ ২ জন আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর একটি টিম গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ককটেলসহ দুই জনকে আটক করেছেন।

আটকরা হলেন, গাংনী উপজেলার কুঠি ভাটপাড়া গ্রামের সাকেম মন্ডলের ছেলে ছিফাত মন্ডল(৫৫) ও কোদাইলকাটি গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আব্দুল আলিম স্বপন(৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৪০০ শ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৬ ঝিনাইদহের একটি টীম মঙ্গলবার (২৩ আগষ্ট) দিবাগত মধ্যরাতে গাংনীর কুঠি ভাটপাড়া থেকে আটক করে।

আজ বুধবার (২৪ আগষ্ট) বিকেলে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আটকদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি নুরুল আমিন জানান, নাশকতা মূলক কর্মকান্ডের জন্য বিষ্ফোরকসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে কুঠি ভাটপাড়ায় অভিযান চালানো হয়।
এসময় আটককৃতদের কাছ থেকে একটি ব্যাগে তিনটি ককটেল পাওয়া গেলে তাদেরকে আটক করে ঝিনাইদহ ক্যাম্পে নেয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন র‌্যাব-৬ এর দায়ের করা মামলার আসামীদেরকে মেহেরপুর আদালতে হস্তান্তরের প্রস্তুতি চলছে।