গাংনীতে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন এমপি সাহিদুজ্জামান

আমরা মুসলিম, রমজান মাস আমাদের উৎসবের মাস। আমরা বাঙ্গালী ,বৈশাখ আমাদের উৎসব। কিন্তু সর্বনাশা করোনা ভাইরাস সব উৎসবের আমেজ মলিন করেছে। সারা বিশ্বের ন্যায় করোনা ভাইরাস বাংলাদেশে মারাত্নক আঘাত হেনেছে। মৃত্যুর মিছিলের পরিধি কমাতে সরকার দ্বিতীয় বারের জন্য কঠোর লক ডাউনের ঘোষনা করেছেনে। আজ বুধবার লকডাউনের প্রথাম দিন। এই দেশ আমার ,এই শরীর আমার, এই পরিবার আমার। আমার পরিবার ও পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমার। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার দায়িত্ব নাগরিক হিসেবে সব দায়িত্ব আপনার। আপনি,আমি নাগরিক হিসেবে দেশের জন্য রাষ্ট্রের জন্য পরিবারের জন্য গুরুত্বপুর্ন ও মুল্যবান একজন ব্যক্তি। আপনি হারালে ক্ষতিগ্রস্থ হবে আপনার পরিবার, ক্ষতিগ্রস্থ হবে আমার দেশ। আপনার দ্বারা প্রতিমুহুর্ত আপনার মেধা,আপনার বুদ্ধি,আপনার পরামর্শ,আপনার শ্রম দেশকে সমৃদ্ধ করছে । মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। বুধবার দুপুরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন এমপি। দেশবাসীসহ গাংনী উপজেলা সকল মানুষকে সরকারের বিধি নিষেধ মেনে লকডাউন বাস্তবায়ন করার আহবান করেন মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। তিনি বলেন, লকডাউনে যে সকল শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্থ হবে সরকারী ভাবে তাদের সাহায্য সহযোগীতা করা হবে। সরকারের এই মানুষ বাঁচাও সিদ্ধান্তকে জনগন পুর্ণ সমর্থন দিয়ে মেহেরপুর জেলার মানুষ ঘরে বসে আছে। অন্যহীণ মানুষকে আমরা অন্য তুলে দিতে চাই। গত লকডাউনে সরকারি ভাবে দেশের সকল মানুষকে খাবার দিয়ে সহযোগীতা করেছি। একটি মানুষকে না খেয়ে থাকতে হয়নি বলেও জানান এমপি। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাংনী থানা পুলিশের সাথে গাংনী বাজারে অবস্থান করেন এবং আগামী দিনেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মী নিয়ে সকলের পাশে থাকার প্রত্যয়ব্যক্ত করেন এমপি সাহিদুজ্জামান খোকন । ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন মেনে চলার আহবান করেন তিনি।