
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক পার হতে গিয়ে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মেছোবাঘের( বাঘডাসা) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টায় গাংনী–মেহেরপুর আঞ্চলিক সড়কে চেংগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গত রাতে হঠাৎ সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মেছোবাঘটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি চলে যায়। পরে স্থানীয় লোকজন মৃত মেছোবাঘটি সড়কের পাশ থেকে সরিয়ে রাখেন।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
মেহেরপুর জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিন হোসেন বলেন, নিহত মেছোবাঘটি পূর্ণবয়স্ক ছিল। মেছোবাঘটি সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি মাটিচাপা দেওয়া হয়।
তিনি আরো বলেন, এলাকাটি বন্যপ্রাণীর চলাচলের পথ হিসেবে পরিচিত। এ কারণে সড়কে যানবাহন চলাচলের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মেহেরপুর পৌর কলেজের অধ্যাপক ও ভুগোল ও পরিবেশবিদ মাসুদ রেজা বলেন, গতি নিয়ন্ত্রণ ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ কার্যকর উদ্যোগ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।