গাংনীতে সরকারি আইন অমান্য করায় পাঁচ পথচারীর জরিমানা

মেহেরপুরের গাংনীতে সরকারি আইন অমান্য করায় পাঁচজন পথচারীর কাছ থেকে ১৪০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-ই- আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডিততরা হলেন-চেংগাড়া গ্রামের মকবুলের ছেলে রোকন-৫০০ টাকা,ভোমরদাহ গ্রামের সাত্তারের ছেলে খেলাফত-৪০০ টাকা, আঠারখাদা গ্রামের আজিজুর রহমানের ছেলে জিয়াউর ১০০ টাকা,জালশুকা গ্রামের হায়দারের ছেলে রাকিবুল এর নিকোট থেকে ৩০০ টাকা এবং হেমায়েতপুর গ্রামের ইকছার আলীর ছেলে আজমল এর নিকোট থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আদালত পরিচালনা কারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-ই – আলম সিদ্দিকী জানায়, ১৮৬০/১৮৮ অনুযায়ী সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক বিহিন রাস্তায় বের হওয়ার অপরাধে এদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি সোহেল রানা,ডিএডি মহম্মদ আলীসহ র‌্যাব-৬ এর একটি টিম ।