গাংনীতে সাইকেল র‍্যালি দিয়ে যুব দিবস পালন

গাংনীতে সাইকেল র‍্যালি দিয়ে যুব দিবস পালন

গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ছাত্রীদের নিয়ে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করি নির্মল বায়ূ নিশ্চিত করি এবং প্রতিটি রাস্তায় সাইকেল লেন বাস্তবায়ন করি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সাইকেল র‍্যালির মাধ্যমে যুব দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার সময় গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ সারা বাংলাদেশে বিশুদ্ধ বায়ু ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এদেশের বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন / এনজিওকে সাথে নিয়ে দ্য আর্থ সোসাইটি বাংলাদেশের গঠিত জাতীয় প্লাটফর্ম ইয়ুথ ফর কেয়ার। জাতীয় যুব দিবসে পরিবেশবাহন যানবাহনের প্রচলন বৃদ্ধি, মহাসড়কগুলোতে সাইকেল লেন নির্মাণ এবং নির্মল বায়ু নিশ্চিত করার দাবিকে সামনে রেখে ইয়ুথ ফর কেয়ার প্লাটফর্মের কমিউনিটি পার্টনারদের উদ্যেগে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ দেশের ৩০ টি জেলায় সাইকেল র‍্যালি আয়োজিত হয়েছে৷

এ সময় উপস্থিত ছিলেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূর।দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দিন। ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ পলাশ। কাথুলী ইয়ূথ ইউনিট এর কো অর্ডিনেটর রায়হান আলী সহ স্কুলের বিভিন্ন শ্রেনীর ছাত্রীদের নিয়ে সাইকেল র‍্যালি করা হয়।