গাংনীতে স্ত্রীকে অপহরণের অভিযোগে স্বামী আটক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে স্ত্রীকে অপহরণের অভিযোগে স্বামী আব্দুল মালেক(২৭) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বৃহষ্পতিবার দুপুরে এ অপহরণের ঘটনাটি ঘটে। তবে পুলিশ বলছে, যেহেতু স্বামী স্ত্রীর বিষয় সেহেতু দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধত আব্দুল মালেক ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মুছা খলিফার ছেলে।
স্থানীয়রা জানান, বামন্দী বাজারের একটি এনজিওর নারী কর্মী ফিল্ড ওয়ার্ক করার জন্য বাইরে আসে।

এসময় আব্দুল মালেক ও তার খালাতো ভাই মেহেরপুর হোটেল বাজারের কাবিরুল ও রাকিবসহ ৪/৫ জন একটি মাইক্রো বাসে করে তুলে নেয়ার চেষ্টা করলে ওই নারী চিৎকার দেন। স্থানীয় লোকজন এসে আব্দুল মালেককে আটক করলেও পালিয়ে যায় তার সঙ্গীরা। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশের একটি টীম ওই নারী ও আব্দুল মালেককে থানায় নিয়ে আসে। ওই নারীর দাবী, তাকে অপহরণ করার চেষ্টা করছিল তারা।

ধৃত আব্দুল মালেক দাবী করেন, তারা দুজনেই স্বামী-স্ত্রী। কয়েক মাস যাবদ তাদের মাঝে মতবিরোধ চলছে। স্ত্রীকে নিজের কাছে নিয়ে যেতেই চাইছেন তিনি। এদিকে ওই নারী স্বামী স্ত্রীর বিষয়টি স্বীকার করলেও দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বলে দাবী করেন এবং আব্দুল মালেক ও তার সঙ্গীরা প্রতিনিয়ত হত্যার হুমকী দিয়ে আসছে বলেও জানান।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, তাদের দুজনের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে ওই ছেলের বিরুদ্ধে অন্য কোন অভিযোগ রয়েছে কিনা তাও যাচাই করা হচ্ছে। তাছাড়া স্ত্রী কোন অভিযোগ দিলে তা আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।