গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

মাইক্রোবাসের ধাক্কায় আহত ভূষিমাল ব্যবসায়ী ইন্তাজ আলী (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ইন্তাজ আলীর ছেলে সুমন আলীর বরাত দিয়ে স্থানীয় পিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাদি এই তথ্য নিশ্চিত করেছেন। ইন্তাজ আলী গাংনী উপজেলার কাজিপুর গ্রামের নিমস্বরণ পাড়ার বাসিন্দা।
স্কুল শিক্ষক আব্দুল হাদি জানান, গত বুধবার (৬ মার্চ) বিকালের দিকে বাইসাইকেল চড়ে বামন্দী-কাজিপুর রাস্তায় যাওয়ার পথে সাহেবনগর বাজারের কাছে একটি চলন্ত মাইক্রোবাসে ধাক্কা মারে। এতে ইন্তাজ আলী গুরুতর আহত হন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে, এই দুর্ঘটনার পর থেকেই  মাইক্রোবাস চালক কাজিপুর বুড়িপোতা পাড়ার আশিকুজ্জ্মান পলাতক রয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে কেউ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।