গাংনীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন

মেহেরপুরের গাংনীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে গাংনী উপজেলা প্রশাসন ও সমবায় অফিস যৌথভাবে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

প্রতিপাদ্য বিষয়ের উপর মূল আলোচক ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু।

বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল ও ফারহানা ইয়াছমিন।

এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু ও মনিরুজ্জামান মনি, পুলিশের এস আই হাবিবুর রহমান, সাংবাদিক নেতা আমিরুল ইসলাম অল্ড্রাম, রমজান আলী, সমবায়ী নেতা আবুল কাশেম প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু।

আলোচনা শেষে ২০১৯ সালের জন্য উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এবং নাগদারখাল পানিব্যাবস্থাপনা সমবায় সমিতি লি: কে পুরস্কৃত করা হয়।

এর আগে গাংনী উপজেলা সমবায় অফিসারের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য মাস্ক বিতরণ করা হয়।