গাংনীর কাজিপুরে মেম্বর প্রার্থীর পোষ্টার ছেঁড়ার অভিযোগ

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় গাংনীর উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) প্রার্থী ফারুক হোসাইনের পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতের কোনো এক সময় কাজিপুর ইউনিয়নের কাজিপুর নিমসরণ পাড়াতে এ পোষ্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে।
তবে, ফারুক হোসাইন অভিযোগ করেছেন অপর প্রার্থী বর্তমান মেম্বর মনিরুল ইসলামের বিরুদ্ধে।

তিনি অভিযোগ করেন, আমার টিউবওয়েল মার্কার পোষ্টার ও বর্তমান মেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলামের পোষ্টার নিমসরণপাড়া এলাকার বিভিন্ন দেয়াল ও দড়িতে বেঁধে পাশাপাশি টানানো ছিল। সেসব পোষ্টারের মধ্যে মনিরুল ইসলামের সবগুলো পোষ্টার অক্ষত থাকলেও আমার টিউবওয়েল মার্কার সব পোষ্টার ছেঁড়া রয়েছে। কোনো পোষ্টারের মাথা ছেঁড়া আবার কোনো পোষ্টারের প্রতীক ছেঁড়া। দঁড়ি দিয়ে যেসব পোষ্টার টানানো ছিল সেগুলো কেটে মাটিতে ফেলে দিয়েছে।
বিষয়টি আমি থানা এবং স্থানীয় পুলিশ ক্যাম্পে মৌখিকভাবে জানিয়েছি।

এব্যপারে অপর প্রার্থী মানিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।