গাংনীর কাথুলীতে প্রধান মন্ত্রীর নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

 

 

গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯.০০ সময় কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী বিতরন কার্যক্র্রম শুরু করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। আরো উপস্থিত ছিলেন।
ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়নের ইউ পি সদস্য বৃন্দ সহ গ্রাম পুলিশ বাহিনী।

এ বিষয়ে ইউ পি চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান অসহায় ও দুস্থ মানুষের জন্য কোভিড ১৯ মোকাবেলা করে যেন সুস্থ ভাবে চলতে পারে সেই জন্য আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা উপহার হিসেবে নগদ অর্থ ও এই খাদ্য সামগ্রী দিচ্ছেন, এবারে ৩০০ জনকে এই নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হলো। পরবর্তীতে আরো আসবে। আজকে ছিল নগদ অর্থ ৫০০ শত টাকা,১০ কেজি চাউল,১কেজি ডাউল,১কেজি লবন,১কেজি চিনি,১ প্যাকেট সেমাই, ১ টি সাবান,২ কেজি আলু, তেল ২ লিটার,১ প্যাকেট মাস্ক দেওয়া হলো। এবং কঠোর লক ডাউনে আপনারা ঘরে থাকুন নিজে ভালো থাকুন পরিবার কে ভালো রাখুন।আপনাদের খাদ্য ঘরে ঘরে পৌছে দিবে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।