গাংনীর গাড়াবাড়ীয়াতে দিনমজুরের নির্মাণাধীন ঘর ভেঙেছে দূবৃত্তরা

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়াতে কাবিদুল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন ঘর ভেঙে দিয়েছে দূবৃত্তরা।
বুধবার দিবাগত রাতের কোন এক সময় দূবৃত্তরা এ ঘটনা ঘটায়।

হাফিজ উদ্দীনের ছেলে কাবিদুল ইসলাম(৩৩) পেশায় একজন কাঠ মিস্ত্রী। দুই মেয়ে স্ত্রী নিয়েই তার সংসার। অনেক কষ্ট করে ৪ কাঠা জমি ক্রয় করেন গাড়াবাড়ীয়া গ্রামের জিয়াউর রহমানের সাথে। জীবনের অর্জিত সম্পদ দিয়ে একটু মাথা গোজার ঠাই যোগানোর চেষ্টা টুকুও সফল হলো না। মাথায় আকাশ ভেঙে পড়েছে কাবিদুল ইসলামের।কোথায় পাবে এই অমানবিকতার বিচার?

কাবিদুল ইসলাম জানান, যে কাজ করেছে সে আমার চেনা না এবং দেখিও নি। তবে এর বিচার চাই।

জিয়াউর রহমান জানান, জমিটা খুব কষ্টে করে আমার সাথে ক্রয় করেছে। এখনো টাকা পরিষদ করতে পারেনি বসবাসের কষ্ট দেখে আমি তাকে ঘর করতে বলি। এমন নিকৃষ্ট তম কাজটি যে কে করেছে সে খুব অন্যায় করেছে।

কাবিদুলের স্ত্রী জানান, আমাদের সন্দেহ আছে তবে নাম করবো না। আমাদের ভয় দেখিয়েছে যে তোদের এই গ্রামে বাস করতে দিবো না।তবে নাম করবো না নাম করলে আরো বড় ধরনের কিছু ঘটে যেতে পারে। গরীব মানুষ কস্টে করে চলি আর এমন কাজ করলো এর বিচার কি পাবো না।

এখন পরিবারটির মুখে বিষন্নতার ছাপ। আদৌ কি পাবে এর সু বিচার নাকি এভাবেই চলতে থাকবে তাদের প্রতি অরাজকতা।

ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ দরবেশ আলী জানান, এ ঘটনায় পুলিশের কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।