গাংনীর গাড়াবাড়ীয়ায় চলাচলের প্রধান সড়কে হাটুপানি

গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের চলাচলের প্রধান সড়কে এখন হাটুপানি। এতে বিপাকে পড়েছে সাধারণ জনগন।

স্থানীয় দের সাথে কথা বললে জানান, হালকা বৃষ্টিতেই হাটুপানি হয়ে যায় চলাচলের প্রধান সড়কটিতে। পানি বের হওয়ার ও কোন পথ নেই।

ড্রেনেজ ব্যবস্থা ছাড়া বের হওয়ার ও কোন উপায় নেই। তবে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে চাই আমরা।

যানবাহন চলাচলের ক্ষেত্রেও দেখা দিয়েছে চরম ঝুঁকি। একটু অসাবধান হলেই পড়তে হবে মরণ ফাঁদের সেই গভীর পুকুরে। এ দিক দিয়ে দুর্ভোগে আছেন সকল প্রকার যানবাহন চালকেরা।

স্থানীয় জাব্বারুল ইসলাম জানান, বাসায় ছোট ছোট বাচ্চা সে নিয়েও আছি বিপদে না জানি কখন ছুটে যায় আর শুনতে হয় বিপদের কথা।

জানু রহমান জানান, নামাজে যাবার রাস্তাটাও তলিয়ে যাচ্ছে এ নিয়ে দুর্ভোগের স্বীকার হচ্ছে মুছল্লিগণ।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি গ্রামের মেম্বার মহব্বত আলী জানান, কোন বছরেই এমন ঘটনা ঘটেনি এবার ভারীবর্ষণের ফলেই পুকুর ছাপিয়ে রাস্তায় এমন পানি জমেছে। তবে এর জন্য বড় ধরনের ড্রেনেজ ব্যাবস্থার প্রয়োজন। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই কাজের সমাধান নিয়ে আসার।

এ বিষয়ে কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, ভারীবর্ষণের ফলে রাস্তার এমন দষা সত্যিই দুঃখ জনক তবে এর ঠিক ব্যবস্থা গ্রহনের জন্য আমি চেষ্টা চালাচ্ছি। যত দ্রুত সম্ভব এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। আশা করি ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন হলেই জনদুর্ভোগ লাঘব হবে।