গাংনীর তেরাইলে ডিস ও নেটের তার চুরির অভিযোগ

মেহেরপুরের গাংনীর উপজেলার তেরাইলে ডিস ও ইন্টারনেটের তার চুরির অভিযোগ উঠেছে।
রবিবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যেমে ডিসের মিস্ত্রী  জানান, আমি সকালে কাজে এসে দেখি তিন টি স্থানে তার কেটে নিয়ে গেছে। প্রথম স্থানে ৫৫ মিটার, দ্বিতীয় স্থানে ৯০ মিটার এবং তৃতীয় স্থানে ১২০ মিটার তার চুরি করেছে। এবং দেখা যায় তার গুলো হেসু দিয়ে কাটা।
এ বিষয়ে বামুন্দি স্যাাটেলাইটের সত্বাধিকার ও গাংনী জিএসএন এর সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাদশা জানান, আমার স্যাটেলাইটের রেজিস্ট্রেশন ও লাইসেন্স দুটোই আছে ।  যার লাইসেন্স নং-  AFO0302 এবং রেজিট্রেশন নং1458 । আমি সরকারী সকল বিধি বিধান মেনে সেই  মোতাবেক কর,ট্যাক্স, ভ্যাট প্রদান করে আসছি। কিন্তু বুঝলাম না এমন নেক্কার জনক কাজ কে করলো
এ কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের যেন খুব দ্রুত খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আমার সমস্ত ফাইবার ও ডিসের তার যেন ফেরত দেওয়া হয়। এবং আমি প্রত্যক্ষ দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জিএসএন এর সভাপতি আনারুল ইসলাম বাবু জানান, যারাই এ কাজ করুক না কেন । খুবই খারাপ কাজ করেছে। তাদের আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তি দেওয়া হোক।