গাংনীর তেরাইলে ১৫ শত বিঘা ফসলি জমির জলবদ্ধতা নিরসন

গাংনী উপজেলার তেরাইল গ্রামে অবৈধ ভাবে দখলকৃত খাল কেটে পানি নিরসন করেছেন গাংনী-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

স্থানীয় সূত্রে জানাযায় এলাকার কৃষকদের ১৫ শত বিঘার অধিক জমি জলবদ্ধতায় ডুবে যা কৃষকদের মাঝে হতাশা বয়ে আনে।

জনগনের দুর্ভোগ মেটাতে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান খোকন এম পি ও বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম কে সাথে নিয়ে ছুটে যান সেখানে। এবং তৎখনাত ব্যাবস্থা গ্রহন করেন পানি নিষ্কাশনের জন্য। অবশেষে কৃষকের ফসল কৃত জমি এখন জলবদ্ধতা মুক্ত।

স্থানীয়রা জানান, প্রবাবশালীরা জোরপূর্বক খাল আটকিয়ে পানি ধরে রেখেছিলেন যা আবাদি জমির আবাদ নষ্ট হচ্ছিল। তবে এম পি সাহেবের এমন উদ্দ্যেগে কৃষকের মুখে হাসি ফুটেছে।