গাংনীর বামন্দীতে উদ্বোধন হলো ব্যাতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান পথিকের পাঠশালা

বাংলা, ইংরাজি বানান, উচ্চারণ, সাধারণ জ্ঞান, ইংরাজি শব্দ শেখা, হাতের লেখা সুন্দর করে শেখা, শ্রুতি পঠণ, শ্রুতি লিখন, ছবি অংকন, আবৃত্তি, গল্প বলা, জীবন গান, ভাল কাজের বর্ণনা ও সাধারণ জ্ঞান শিখবে ব্যাতিক্রমধর্মী বিদ্যাপিঠ পথিকের পাঠশালায়। এ লক্ষ নিয়ে বৃহস্পতিবার বিকালে এক আড়ম্বর পরিবেশে গাংনী উপজেলার বামন্দীতে উদ্বোধন হলো এই ব্যতিক্রম বিদ্যাপিঠটি।

বাংলা একাডেমী শিশু সাহিত্য পুরস্কারে ভূষিত কথা সাহিত্যক রফিকুর রশীদ রিজভী প্রধান অতিথি থেকে বিদ্যালয়টি উদ্বোধন করেন।

পথিকের পাঠশালার পরিচালক বিশিষ্ট গবেষক ও লেখক রফিকুল ইসলাম পথিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দীন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,অবসরপ্রাপ্ত তুলা উন্নয়ন অফিসার আব্দুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, সিনিয়র সাংবাদিক সাহাজুল সাজু, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম রিন্টু, বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাসার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কথা সাহিত্যিক রফিকুর রশীদ বলেন,পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হকে হবে। জাতীকে উন্নত করতে টেকসই শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই। দেশ ও সমাজ একজন শিক্ষিত মানুষের কাছে জাতি অনেক প্রত্যাশা করে।