গাংনীর মটমুড়া ইউপিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদের সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থ বছরের ২ কোটি ২০ লাখ টাকার খসড়া বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা জন সম্মুখে ঘোষণা করেন মটমুড়া ইউপি সচিব মতিয়ার রহমান।

উন্মুক্ত বাজেট সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটের আলোকে সংযোজন ও বিয়োজন বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন। ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ জনগণের বিভিন্ন দাবির মধ্যে গুরুত্বপূর্ণ ও জরুরী দাবিগুলোকে প্রাধান্য দিয়েছেন।

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সমাজ কর্মী আরোজ আলী, ইউপি সদস্য বৃন্দসহ এবং মটমুড়া ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।