
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড শিশিরপাড়া গ্রামে ভোট প্রার্থনা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার বিকেলে গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা শাহজাহান সেলিমের নেতৃত্বে দলের নেতাকর্মীরা গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
এ সময় শাহজাহান সেলিম বলেন, “বিএনপি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার রাজনীতি করে। দীর্ঘদিন ধরে মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশকে সংকট থেকে মুক্ত করতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের বাকস্বাধীনতা, ন্যায়বিচার এবং উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমজাদ হোসেন একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, গাংনী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ডাবলু হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা গ্রামবাসীর মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলনের আহ্বান জানান।