গাংনীর সানঘাটে বন্দুকী জমির টাকা ফেরৎ চাওয়ায় বর্গা চাষীকে পিটুনি

বন্দুকী জমির টাকা ফেরৎ চাওয়ায় মহিবুল ইসলাম (৪০) নামের এক বর্গা চাষীকে মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা।
আহত মহিবুল ইসলাম গাংনী উপজেলার সানঘাট গ্রামের দাইড়পাড়া এলাকার দাউদ হোসেনের ছেলে।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ মারপিটের ঘটনা ঘটে। আহত মহিবুল ইসলাম বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন।
আহত মহিবুল ইসলাম জানান, শহিদুল ইসলামের ছেলে প্রবাসী সেন্টুর কাছ থেকে প্রায় ৬ বছর আগে ৬০ হাজার টাকা দিয়ে ১৫ কাঠা জমি বন্দুক ন্ইি। সেই জমি সেন্টুর ভাই মিন্টু হোসেন ১ লাখ টাকায় একই গ্রামের মহির উদ্দীনের কাছে রাখেন। তারা আমাকে জমি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেই। আমার দেওয়া ৬০ হাজার টাকা ফেরৎ পাওয়ার পর তাকে জমি ছেড়ে দেবো বলেছি। আমি তার কাছে আমার ৬০ হাজার টাকা চাইলে মিন্টু আমাকে জানান টাকা তুই পাবিনা। এনিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে আমাকে বেদম মারধর শুরু করে। শুধু ঘাড় ও মাথায় কিল ঘুষির আঘাঁত করাই মহিবুল ইসলামের ঘাড়ের রগে টান ধরেছে বলে জানান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জামির জানান, আহত মহিবুল ইসলামের শরীরে মারের আঘাঁত রয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন তিনি।