গাংনীর সাহারবাটি মাঠে কপির চারা কেঁটে তছরুপ

গাংনীর সারবাটি গ্রামে ছপেত আলী নামের এক কৃষকের বাধাকপির চারা কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগক রাতে সাহারবাটি দক্ষিণপাড়ার মাঠে এ ঘটনা ঘটে।

ছবেত আলী জানান, শনিবার রাতের কোন এক সময় দুইটি বেডের ফুলকপি ও বাধাকপির চারা দেয়া ছিল। সকল দীর্ঘদিনের পরিচর্যার পর দুএক দিনের মধ্যে বীজতলা থেকে চারা জমিতে রোপন করার প্রস্তুতি চলছে। ঠিক এমন মুহুর্তে কে বা কারা দুইটি বেডের বিভিন্ন অংশের চারা কেটে তছরুপ করা হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কৃষক ছপেত আলী।

অন্যান্য কৃষকরা জানান, সাহারবাটির মাঠে মাঝে মধ্যেই ফসল কেটে তুছরুপাতের ঘটনা ঘটেই চলেছে। এভঅবে চলতে থাকলে কুষকরা আবাদে আগ্রহ হারাবে। তবে মাঠের ফসল তছরুপকারিদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবী করেন তারা।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযৈাগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।