গাংনী চিৎলা পাটবীজ খামারে কৃষি বিশ^বিদ্যাল স্থাপনের দাবীতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে গাংনীর সর্বসাধারণ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চিৎলা পাট বীজ ভিত্তি খামার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনীবাসির গণদাবী হিসেবে সর্বসাধারণ এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। এ সময় জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, গাংনী পৌর কাউন্সিলর নবীর উদ্দিন, পৌর কৃষক লীগের সভাপতি বদরুল আলম বুদু, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, ধানখোলা ইউপি সদস্য কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি হাসিব মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, নব নির্বাচিত শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহবায়ক নুরুল ইসলাম, সি এফ এইচ পরিচালক মামুনুর রশিদ মিলন উপস্থিত ছিলেন। বক্তারা গাংনী উপজেলার চিৎলা ফার্মে কৃষি বিদ্যালয় স্থাপনের যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, ১৯৯০ সাল থেকে গাংনীর অবহেলিত ও শিক্ষা সুযোগ বঞ্চিত মানুষের দাবী চিৎলা পাটবীজ খামারে বিশ^ বিদ্যালয় স্থাপিত হোক। এদাবী নতুন নয়, এলাকাবাসীর দির্ঘদিনের দাবী আজ গণদাবীতে পরিনত হয়েছে।

বক্তারা আরো বলেন,চিৎলা পাটবীজ খামারটি প্রতিবছর লোকসান গুনতে হয় সরকারকে। একারনে খামারটি ধীরে ধীরে মুখ থুবড়ে পতিত জমিতে পরিনত হয়েছে। এছাড়া প্রায় ৪/৫শ’ একর জমি রয়েছে, যা একটি বিশ^বিদ্যালয় স্থাপনের উপযোগী হতে পারে।

এছাড়াও গাংনী উপজেলা শহর থেকে ২ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিমে মনোরম পরিবেশ শিক্ষা উপযোগী স্থান হিসেবে বিবেচিত বলে দাবী স্থানীয়দের। ১৯৯০ সাল থেকে ওয়াসিম সাজ্জাদ লিখন বিশ^বিদ্যালয় স্থপনের দাবীতে বিভিন্ন মহলে দাবী করেন। মানববন্ধন শেষে একটি আহবায়ক কমিটি গঠর করা হয়। এ আহবায়ক কমিটিতে কৃষকলীগ নেতা ওয়াসিম সাজ্জাদ লিখনকে আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশারকে যুগ্ম আহবায়ক করা হয়।

সাবেক এমপি মকবুল হোসেন ও সাবেক এমপি আমজাদ হোসেন জাতীয় সংসদে বার বার চিৎলা পাটবীজ খামারে কৃষি বিশ^বদ্যালয় স্থাপনের দাবী উত্থাপন করেন। মেহেরপুর-২ (গাংনী) আসনের বর্তমান সংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন জাতীয় সংসদে এদাবী পরুনের প্রস্তাব তোলেন। বিষয়টি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ্গাংনীর মানুষের দাবীর প্রেক্ষীতে শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন। এমতাবস্থায় কৃষি বিশ^বিদ্যালয়টি চিৎলা পাটবীজ খামারে স্থাপনের দাবীতে আশায় বুক বেধেছেন গাংনীবাসি।