গাংনী ধানখোলা ইউনিয়ন আ.লীগ সভাপতি আলী আজগরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজগরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া ইউপি সদস্য। এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে আসছে বলে অভিযোগ অনেকের।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এলাকার যুবকদের নিয়ে গ্যাং তৈরি করেছে। আলী আজগরের নেতৃত্বেই এই গ্যাং এর সদস্যরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে চাঁদা আদায় করে। এছাড়াও মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে তার বিরুৃদ্ধে।
অর্থ আর রাজনৈতিক ক্ষমতার বলে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাইনা। অত্যাচার সহ্য করতে না পেরে কেউ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় তাকেও মামলা ও সন্ত্রাসী বাহিনীর ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে আলী আজগর বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি রাজনীতি করি, আমার বিপক্ষ একটি গ্রুপ এই সব মিথ্যা কথা ছড়াচ্ছে।