গাংনী ধানখোলা সড়ক যেন মরণ ফাঁদ

গাংনী উপজেলার ধানখোলা সড়কের তিন কিলোমিটার রাস্তা যেন পথচারিদের মরণ ফাঁদ। কয়েকদিনের ফোটা বুষ্টিতে কাদাযুক্ত হয়ে পড়ায় রাস্তায় ঘটছে প্রতিনিত দুর্ঘটনা। সড়কের দু’পাশে ইট ভাটায় মাটি বহন করার ফলেই রাস্তার এ দশা বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে বিষয়টি দেখে ব্যাবস্থা নেয়ার কথা জানালেন প্রশাসন।

জানাগেছে, গাংনী উপজেলার ধানখোলা সড়কের পাশে রয়েছে তিনটি ইটভাটা। এগুলো হচ্ছে-পান্না ব্রিকস,দোয়েল ব্রিকস ও আস্থা ব্রিকস। এসব ইটভাটায় ব্যাবহৃত হয় কৃষি জমির মাটি। এসব মাটি বহনের ফলে রাস্তায় মাটি পড়ে। এর উপরে সামান্য বৃষ্টি হওয়ায় পিচ্ছিল হয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। গত দু দিনে দুর্ঘটনায় অন্তত ১০ পথচারি আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। গেল বছরেও এই তিন ইট ভাটাসহ অন্যান্য ইটভাটায় মাটি বহনের ফলে এ রাস্তা ছাড়াও অন্যান্য সড়ক গুলো মরণ ফাঁদে পরনিত হয়। বিভিন্ন সময়ে যান বাহন দুর্ঘটনায় পতিত হওয়ার পর প্রশাসনের দৃষ্টি আকর্শন করা হলে কোনো ব্যাবস্থা নেয়া হয়না। এবারও একই ঘটনা ঘটেছে। উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেয়ার পর শুধুমাত্র পান্না ব্রিকস এর সত্বাধীকারি হাজি মহশিন আলীকে ডেকে কৈফিয়ত চাওয়া হয়। অন্যান্য ইটভাটার মালিকগন রয়েছে বহাল তবিয়তে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানকে জানতে চাওয়া হলে তিনি ব্যাবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।