গাংনী সাব রেজিস্ট্রি অফিসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

খোদ সরকারি অফিসগুলোতেই নিশ্চিত করা হচ্ছে না সরকারি নির্দেশনা। স্বাস্থ্যবিধি মেনে সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার নির্দেশনা থাকলেও তা অগ্রাহ্য করা হচ্ছে গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে।
এ নিয়ে যেন কোন ভ্রপক্ষেপ নেই কর্তৃপক্ষের। ফলে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য চিকিৎসকদের।
সরজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, গাংনী উপজেলা পরিষদের মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কাজে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। গেল কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু এ অফিসটিতে তার কোন প্রভাব দেখা যায়নি। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চালু রাখার কথা। তবে অফিসে আগত লোকজন ও মহুরারদের তেমন কারও মুখেই দেখা থাকছে না মাস্ক।
সাব রেজিস্ট্রি অফিসের কয়েকজন বলেন, অফিসে আগত মানুষকগুলো নিয়ম মানছে না। তাদের বারবার বলা সত্বেও কথা শুনছেন না।
মাস্ক না পরা কয়েকজনের সাথে কথা হলে তারারও জানান ভিন্ন ভিন্ন অজুহাত।
তবে অফিসে সেবা নিতে আসা এক ব্যক্তির মুখে ছিল মাস্ক। তিনি বলেন, সরকারি নির্দেশনা হচ্ছে ‘‘নো মাস্ক, নো সার্ভিস”। কিন্তু এ অফিসটিতে কেন তা মানা হচ্ছে না তা বোধগম্য নয়। মাস্ক ছাড়া সার্ভিস বন্ধ করে দিলে তো সবাই মাস্ক পরে আসবে। অফিসের যারা কর্মরত আছেন তারা যদি বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন তবেই কেবল সম্ভব। কিন্তু তাদের নিরাবতায় করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি বেড়ে যাচ্ছে।