গানের লজ্জা – মোঃ এনামুল হক

ভেড়ার মতো কন্ঠ আমার
বাংলা গান গাই।
গিটার হাতে সুর ধরি
গানেতে প্রাণ নাই ।

কোথায় গেল আব্বাসউদ্দীন
ভাটিয়ালি গান,
হাসান রাজা বাউল করিম
হয় অপমান।

আলীমের ঐ পল্লীগীতি
হৃদয় হরণ সুর,
গেয়ে গান ভাটিয়ালি
মাঝি যেতো দূর।

বয়াতির ঐ গান শুনে
সবাই মিলে নাচে,
জারি সারি পালা গানে
বুঝের কথা আছে।

কি গান শুনবো এখন
গানে মান নাই ,
বর্তমানের গান শুনে
আমরা লজ্জা পাই।