গান গেয়ে তোপের মুখে নচিকেতা

কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী নচিকেতার ‘আজকে তিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে’ গানটি নিয়ে ক্ষেপেছেন বিজেপি। গত শুক্রবার বর্ধমানে পৌর উৎসবে তিনি অতিথি শিল্পী হিসেবে গানটি গেয়েছিলেন।

তার এই গানের কথা নিয়েই মূলত ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে দলত্যাগী রাজনৈতিক নেতাদের উদ্দেশে নচিকেতা কটূকথা বলেছেন বলে অভিযোগ।

বিজেপির অভিযোগ, বর্ধমানের এই উৎসব তৃণমূলের উৎসবে পরিণত হয়েছে। সেই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধীদের গালিগালাজ দেওয়া হবে এটাই তো স্বাভাবিক। তাই সেই উৎসব থেকে এই নির্বাচনের মুখে শিল্পীদের দিয়ে উদ্দেশ্যমূলকভাবে গালিগালাজ দেওয়া হচ্ছে।

যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, এই উৎসব পৌর উৎসব কমিটি পরিচালনা করে। তাছাড়া বর্তমানে পৌরসভায় প্রশাসক রয়েছে। তাই এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বরং বিজেপি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছে।

অবশ্য সাংস্কৃতিক ব্যক্তিরা বলছেন, বর্ধমান উৎসবকে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে রাখা উচিত। একাংশের বাসিন্দারা আঘাত পাক এমন কোনো কিছু হওয়া উচিত নয়। কারণ এই উৎসব বর্ধমানবাসীর সকলের। তাই আগামী দিনে এ ব্যাপারে আয়োজকদের সতর্ক থাকতে হবে।

সূত্র : নিউজ১৮