ঘাসের ডগায় শিশির-গোলাম মোরশেদ চন্দন

ঘাসের ডগায় শিশির যেমন
রোদ পেলেই হাসে
আমার এ মন তোমায় পেলে
তেমন ভালোবাসে।
তেমন ভালোবাসে
বন্ধু তেমন ভালোবাসে।।

দূরে গেলে পাখা মেলে
উড়াল দিতে চাই
মন আমার কাছে
যেতে বলে যে হারাই
আকাশের মেঘের মত
মন আমার অবিরত
ওড়ে তোমার পাশে।।

ঝাউয়ের বনে যেমন বাতাস
শব্দ করে চলে
তুমি কাছে না থাকলে মন
প্রেম অনলে জ্বলে।

ফাগুন মাসে যেমন আসে
গাছেতে মুকুল
লাউয়ের ডগার মত মনটা
দোলাচ্ছে দ্যোদুল
শিমুলের ফুলে ফুলে
শালিকেরা প্রাণ খুলে
ডাকে যে উল্লাসে।