দক্ষিণা হাওয়ায় একটু দেখো আকাশ পানে চেয়ে, উড়ায় ঘুড়ি ছোট্ট বালক নাটাই হাতে নিয়ে।
উড়ছে ঘুড়ি ছুটছে জোরে খোলা আকাশ পেয়ে, আনন্দ পায় ছোট্ট বালক ঘুড়ির পানে চেয়ে।
একটু করে দিচ্ছে ছেড়ে একটু করে টান, এতেই দেখ বালক মনে বইছে সুখের বান।