চাকরির সাক্ষাৎকারে উপযুক্ত পোশাক

চাকরির সাক্ষাৎকার দিতে যাবার বিষয়টি অনেকের ভেতরে নার্ভাসনেস সৃষ্টি করে। বিশেষ করে যারা নতুন ডাক পায় সাক্ষাৎকারে তাদের মাঝে এটি বেশি দেখা যায়।

সাক্ষাৎকার দিতে, নিতে হয় নানা রকম প্রস্তুতি। তার মাঝে পোশাক নির্বাচন অন্যতম প্রস্তুতি। এটি নির্ভর করে মূলত চাকরির ধরন ও পদের ওপর।

তবে, প্রায় সব সাক্ষাৎকারেই কাপড় গাঢ় রঙের না পরা এবং আয়রন করা কাপড় পরা উচিৎ। এক্ষেত্রে সাদা, কালো, নেভি ব্লু, গোলাপি, আকাশি, বাদামি বা ছাই রঙের কাপড় পরা যেতে পারে।

প্রতিটি সাক্ষাৎকারের জন্য আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে শেষ সময়ে এসে তাড়াহুড়ো না হয়ে যায়। তাড়াহুড়ো হলে সাক্ষাৎকারের জন্য আত্মবিশ্বাস কমে যেতে পারে।

সেজন্য সাক্ষাৎকারের অন্তত একদিন আগে পোশাক নির্বাচন করে রাখতে হবে এবং তা আয়রন করে গুছিয়ে রাখতে হবে। এবং শার্ট পরলে সেটি অবশ্যই ফুলহাতা পরতে হবে। আর এর ওপরে স্যুট পরা যেতে পারে। হালকা রঙের ফুলহাতা শার্টের সঙ্গে কালচে রঙের স্যুট বেশি মানানসই।

কোন ব্যক্তির ব্যক্তিত্বের প্রতিকৃতি হিসেবে ধরা হয় জুতা নির্বাচনকে। পোশাক নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জুতা নির্বাচন করাও আনেক গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারে কলো জুতাই বেশি মানানসই। তবে চকলেট কালার বা তামাটে কালারের জুতাও বাছাই করা যেতে পারে। আর, অবস্যই পলমাল জুতা পরা উত্তম।

জুতার রঙের সঙ্গে মিল রেখে বেল্ট পরা অনেক ভালো দেখাতে পারে। তবে নিজেকে নিজেই যাচাই করে নিতে হবে যেন সবকিছু মিলিয়ে দৃষ্টিকটু না দেখায়। নিজেকে ভালো দেখালে বেশিরভাগ ক্ষেত্রেই তা আত্মবিশ্বাসের মাত্রা বাড়াতে অনেক কাজে দেয়।