চিকিৎসা নিতে এসে বাড়ি ফেরা হলো না চুয়াডাঙ্গার লুৎফর রহমানের

চিকিৎসা নিতে এসে আর বাড়ি ফেরা হলো না লুৎফর রহমানের (৬৫)। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লুৎফর রহমানের।

এঘটনায় সঙ্গে থাকা ওয়াজেদ আলী নামের একজন গুরুত্বরভাবে আহত হয়েছেন। আহত ওয়াজেদ আলীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

নিহত লুৎফর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে এবং আহত ওয়াজেদ আলী চুয়াডাঙ্গা সরোজগঞ্জের খোদা বক্সের ছেলে।

ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার দুপুরের দিকে লুৎফর রহমান ও ওয়াজেদ আলী মেহেরপুরে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কোলার মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দুজনে আহত হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।

এসময় কর্তব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন সেই সাথে ওয়াজেদ আলীকে ঢাকায় রেফার্ড করা হয়।