
চুয়াডাঙ্গায় তরুণ সবুজ উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শহরের মালোপাড়ায় ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে সোমবার দিনব্যাপি এ অনুষ্ঠান হয়।
জেলার যুব উদ্যোক্তাদের উন্নয়নে ‘ইয়ুথ গ্রিণ এন্টারপ্রেণারশিপ ডেভেলপমেন্ট প্রকল্পে’র আওতায় সবুজ ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়নকারী উদ্যোক্তাদের নিয়ে এ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের উদ্ভাবিত সবুজ ব্যবসায়িক আইডিয়া ও পণ্য উপস্থাপন করেন এবং পণ্যের গুণগত মান ও প্রস্তুতপ্রণালী বর্ণনা করেন।
এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ ও ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। বিচারকগণ উপস্থাপিত প্রকল্পগুলোর গুরুত্ব ও কার্যকারিতা যাচাই করেন। এ সময় বিচারকরা বলেন, উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, Youth Green Entrepreneurship Development Project টি ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এই প্রকল্পটি চুয়াডাঙ্গা জেলা এবং ঝিনাইদহ সদর উপজেলায় সফলভাবে পরিচালিত হচ্ছে। তরুণদের পরিবেশবান্ধব ব্যবসায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা ও ঝিনাইদহ উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যুব উদ্যোক্তাসহ মোট ৫১০ জন প্রশিক্ষাণার্থী নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা পরিবেশের ভারসাম্য বজায় রেখে কীভাবে টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জন করেছেন। এই প্রশিক্ষিত তরুণরা নিজ নিজ এলাকার বিভিন্ন পরিবেশগত সমস্যা চিহ্নিত করে মোট ৪৮টি সৃজনশীল সবুজ ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা কানিজ সুলতানা, মাহবুব হোসেন আবির এবং জিল্লুর রহমান রাজা।