
চুয়াডাঙ্গায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও তা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় শহরের স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার কার্যালয়ে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্থানীয়দের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হেমন্ত কুমার সিংহ রায়। সভার প্রধান আলোচক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।
রিসোর্স পারসন জাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় কেবল রাষ্ট্রীয় উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব কৃষিচর্চা, বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে পারলে স্থানীয় পর্যায়ে ক্ষতির মাত্রা অনেকাংশে কমানো সম্ভব।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ সমাজকে জলবায়ু সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর বৈশ্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই; এর প্রত্যক্ষ প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবনে প্রতিনিয়ত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার মতো সীমান্তবর্তী ও কৃষিনির্ভর এলাকায় অতিরিক্ত তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা ও তীব্র শৈত্যপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সুপেয় পানির সংকট, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ভারসাম্যহীনতা ক্রমেই প্রকট হয়ে উঠছে।
সভাপতির বক্তব্যে হেমন্ত কুমার সিংহ রায় বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম জোরদার করা আমাদের অন্যতম লক্ষ্য।
তিনি ভবিষ্যতে চুয়াডাঙ্গা জেলায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথা জানান।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় ব্যক্তি পর্যায় থেকে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা জামান আখতার ও জিসান আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আল মুতাকাব্বির সাকিব, দপ্তর সম্পাদক শেখ লিটন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ারা খুশি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা রানা, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি, সদস্য নাফিস আহমেদ, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার, রিফাহ মুবাশশিরা ও মুমতাহিনা রহমান মৌলি এবং একাদশ স্নাতক শিক্ষার্থী আকতিয়া সাদিয়া।


