চুয়াডাঙ্গার আলোকদিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ভালাইপুর বাজার পার হয়ে নতুনপাড়া এলাকায় তোফাজ্জল হোসেনের চাতালের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলোকদিয়া বাজারের মৃত বুদ্দিন আলীর ছেলে তৈয়ব হোসেন (৩৮) ও তার ছেলে মিরাজ (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কাজ করার সময় তৈয়ব হোসেনের চাচাতো ভাই বাবু ও তার ভাগ্নে রাজু এসে ধারালো অস্ত্র দিয়ে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বাবাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত তৈয়ব হোসেনকে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে কুষ্টিয়ায় রেফার্ড করে এবং পথিমধ্যেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনার পরপরই ঘাতক বাবু ও রাজুকে গ্রেফতার করেছে। এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।